দুবাইতে থাকা বাংলাদেশি স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরাভ খান ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
২০ মার্চ, সোমবার দুপুরে চট্টগ্রামে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর এ কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আইজিপি বলেন, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা চলছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তার দেশ ছেড়ে পালানোর পেছনে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত কিনা সে বিষয়টিও তদন্ত করা হবে।
জানা গেছে, ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি বাসায় খুন হন পুলিশ পরিদর্শক মামুন। অভিযোগ রয়েছে, তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল আরাভ খান ওরফে রবিউল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। তবে হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে যান রবিউল ইসলাম। এদিকে পুলিশ হত্যার মামলায় রবিউল ইসলামের ভাড়া করা এক ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেন এবং ৯ মাস জেল খাটেন।
বলা হচ্ছে, ২০২০ সালে নাম বদলে ভারতীয় পাসপোর্ট পান রবিউল ইসলাম। পাসপোর্টে তার নতুন নাম দেওয়া হয় ‘আরাভ খান’। এরপর তিনি দুবাই চলে যান।
দুবাইয়ে ১৫ মার্চ ‘আরাভ জুয়েলার্স’ দোকানের উদ্বোধন করা হয়। যেখানে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সময়ের আলোচিত হিরো আলম উপস্থিত ছিলেন। এরপরই মূলত আলোচনায় আসেন আরাভ খান।