যশোরের মণিরামপুরে জন্ম নিয়েছে বিরল এক বাছুর। যার মাথা দুটি, মুখও দুটি, আর চোখ চারটি।
মঙ্গলবার রাতে পৌরসভার তাহেরপুর গ্রামে নাসরিন বেগমের ফ্রিজিয়াম জাতের একটি গাভী এই বাছুরটি জন্ম দিয়েছে। অদ্ভুত এই বাছুরটি দেখতে নাসরিনের বাড়িতে ভিড় করছেন এলাকার মানুষ। অনেকে একে প্রকৃতির বিস্ময় বলেছেন।
গৃহকত্রী নাসরিন বেগম জানান, মঙ্গলবার রাতে স্বাভাবিকভাবেই বাচ্চা হয়েছে। তবে, দুটি মাথা থাকায় জন্মের পর থেকে স্তনপান করতে অসুবিধা হচ্ছে বাছুরটির।
স্থানীয় পশু চিকিৎসক আমিনুর রহমান জানান, মঙ্গলবার রাতে প্রাকৃতিভাবেই ফ্রিজিয়াম জাতের একটি গাভী সাদা-কালো বঙের একটি বাছুর জন্ম দেয়। জন্ম নেয়ার পর দেখা যায় বাছুরের দুটি মাথা। বাছুরটির দুটি কান থাকলেও চারটি চোখ ও মুখ দুটি আলাদা।
স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মফিজুর রহমান জানান, বিরল এই বাছুরটি দেখতে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নাসরিনের বাড়িতে ভিড় জমাচ্ছে মানুষ।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি বিরল ঘটনা। এ ধরনের ঘটনা আগে কখনো দেখেননি তারা। আসল মাথা কোনটি, কোন মুখ দিয়ে ঘাস খাবে বাছুরটি এই নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা।
উপজেলা প্রাণসিম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় বলেন, বিষয়টি শুনেছি। এটা একটা জন্মগত সমস্যা; যা কনজেনিটাল অ্যাবনরমালিস এবং টেরাটোজেনিক ইফেক্টের কারণে হয়ে থাকে।
তিনি আরো বলেন, এ ধরণের জন্ম নেয়া বাছুর বেশি দিন বেঁচে থাকে না।