নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামের বান্দরবানের তিন উপজেলা ভ্রমণে আবারও অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ মার্চ, বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বান্দরবান ভ্রমণে আবারও অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় যে কোনো পর্যটকদের ভ্রমণ অনির্দিষ্টকালের নিষিদ্ধ করা হলো। আগামী বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
তবে ওই তিন উপজেলা ছাড়া অন্য উপজেলাগুলোতে আগের মতো পর্যটকরা ভ্রমণ করতে পারবেন, বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে।
এর আগে ২০২২ সালের ১৭ অক্টোবর নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমও নিষেধাজ্ঞার আওতায় আসে। পরবর্তীতে আলীকদম, থানচি ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমাতে নিষেধাজ্ঞা বহাল ছিল।