জানা যায়, মঙ্গলবার শিশুটির মা দিলারা বেগম প্রসবব্যথা নিয়ে রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি হন। রাত ৮টার দিকে সিজারের মাধ্যমে (অস্ত্রোপচার) শিশুটির জন্ম হয়। কিন্তু জন্মের ১৫ মিনিটের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হলে মৃত ওই শিশুকে দেখতে ভিড় করেন লোকজন। পরে রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে দাফন করা হয়।
শিশুটির বাবা কৃষক হাসান মণ্ডল মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, বিকেলে আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেছিলাম। সিজারের মাধ্যমে মেয়েসন্তানের জন্ম হয়েছিল। কিন্তু জন্মের কিছুক্ষণ পরেই মারা যায়। রাতে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
অস্ত্রোপচার করা ডা. দিল আফরোজ নিশা বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়। শিশুর মা সুস্থ রয়েছেন। এটি একটি বিরল ঘটনা, যা আগে কখনো দেখিনি।