সৌদি আরবসহ আরব বিশ্বের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আগামী ২৩ মার্চ থেকে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এ তথ্য জানিয়েছে। সে হিসেবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ২৪ মার্চ থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস ও খালিজ টাইমস।
আইএসি জানিয়েছে, ২২ মার্চ আরব দেশগুলোতে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। সে অনুযায়ী ২৩ মার্চ থেকে সেখানে পবিত্র রমজান শুরু হবে। একই সাথে আইএসি এবার ২৯টি রোজা হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে। সে হিসেবে আগামী ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
অ্যামিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, ২০২৩ সালের রমজান শুরু হবে ২৩ মার্চ বৃহস্পতিবার এবং রমজান মাস হবে ২৯ দিনের। সেই হিসাবে ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বাংলাদেশে রোজা শুরু হতে পারে ২৪ মার্চ
তিনি আরও বলেন, এ বছর রমজানে সংযুক্ত আরব আমিরাতে রোজা গড়ে ১৪ ঘণ্টা দীর্ঘ হবে। রমজানের শুরুতে এটি সাড়ে ১৩ ঘণ্টা লম্বা হলেও রমজানের শেষের দিকে রোজা ১৪ ঘণ্টা ১৩ মিনিট স্থায়ী হবে। রমজান ও ঈদুল ফিতরের পাশাপাশি পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য দিনক্ষণও জানিয়েছেন আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান। তার হিসেবে, আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন।
এদিকে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর রোজা ও ঈদ হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হবে ২৩ মার্চ থেকে। তেমনি ঈদ পালিত হবে ২২ এপ্রিল শনিবার। জ্যোতির্বিদ্যার বরাত দিয়ে এসব তথ্য দেওয়া হলেও রোজা ও ঈদ পালনের বিষয়টি পুরোপুরি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।