চট্টগ্রামের পার্বত্য জেলা খাগড়াছড়িতে কয়লা খনির সন্ধান পেয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী ইউনিয়ন থেকে ৫ কিলোমিটারেরও বেশি পাহাড়ি পথ মাড়িয়ে ৮নং ওয়ার্ডের বামা গোমতী এলাকায় এ খনির সন্ধান পান স্থানীয়রা।
খাগড়াছড়িতে কয়লা খনির সন্ধান, দাবি স্থানীয়দের
দেখা গেছে, ওই জায়গা থেকে কোদাল দিয়ে খুঁড়ে কয়লা তুলে আনছেন স্থানীয়রা। সেই কয়লা শুকিয়ে তারা রান্নার কাজে ব্যবহার করছেন। সেখানে এমন আরও কয়েকটি জায়গা আছে বলে জানান স্থানীয়রা, যেখানে কয়লা পাওয়া যেতে পারে।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে তারা এই জায়গার সন্ধান পেয়েছিলেন। কৃষি কাজের জন্য মাটি খননের কাজ করতে গিয়ে তারা ওই জায়গার সন্ধান পান। সেখান থেকে কয়লা এনে তারা জ্বালানির কাজে ব্যবহার করেন। সেই কয়লা খনি দেখতে প্রতিদিন ভিড় জমায় স্থানীয়রা। তবে এখনও বিষয়টি প্রশাসনের নজরে আসেনি।
স্থানীয় কৃষক মো. হানিফ বলেন, প্রায় এক বছর আগে চাষের জন্য মাটি খনন করতে গিয়ে সেখানে কালো ধরনের পদার্থ দেখতে পাই আমরা, যা কয়লার মতই লাগছিল। পরে সেগুলো জ্বালানো চেষ্টা করলে আমরা জ্বালাতেও পারি। শুকিয়ে সেগুলো জ্বালাতে হয়। এরপর এখানে সবাই এই কয়লা নিয়ে বাড়িতে রান্নার কাজে ব্যবহার করছে।
আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গণি বলেন, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। সেখানকার স্থানীয়রা না কি সেটা জ্বালানির কাজেও ব্যবহার করছেন। আমি সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাকে বলব বিষয়টি তদন্ত করে আমাদের কাছে যেন রিপোর্ট পাঠায়। রিপোর্ট নিয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হব।