রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এসময় একটি মরদেহ জোর করে ছিনিয়ে নিয়ে যান স্বজনরা।
মঙ্গলবার (৭ মার্চ) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের স্বজনরা বার বার মরদেহ বাড়ি নিয়ে যেতে চান। কিন্তু পুলিশ আনুষ্ঠানিকতার কারণে মরদেহ দিতে রাজি হচ্ছিল না। ক্ষুব্ধ স্বজনরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা ঝগড়ায় রূপ নেয়। পরে ঢামেকে দায়িত্বরত পুলিশ ও আনসার কর্মকর্তারা বাগবিতণ্ডায় জড়ানো ব্যক্তিদের সরিয়ে দেন।
এক ভিডিওতে দেখা যায়, জরুরি বিভাগের মর্গে স্বজনদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা চলছে।
এসময় মর্গের বাইরে একটি মরদেহ পড়ে ছিল। চিৎকার চেঁচামেচি করে সেই মরদেহটি জোরপূর্বক নিয়ে যান স্বজনরা।
মঙ্গলবার বিকেলে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।