দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল ‘বিটিএস’। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদের অসংখ্য ভক্ত-শ্রোতা। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বরাবরই এগিয়ে তারা। এবার সংগীত মঞ্চে পুরস্কার জিতে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল ব্যান্ড দলটি।
শনিবার (৪ মার্চ) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ‘নিকেলোডিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ড’। এতে ‘ফেভারিট মিউজিক গ্রুপ’ হিসেবে বিজয়ীর পুরস্কার হাতে উঠেছে বিটিএসের।
এ নিয়ে টানা চতুর্থবারের মতো পছন্দের সংগীত দল হিসেবে কিডস চয়েস অ্যাওয়ার্ড জিতল তারা। সংখ্যার বিচারে এটা তাদের সপ্তম শিরোপা জয়। এর আগে এতবার আর কোনো সংগীত দল এই পুরস্কার জেতেনি। বিটিএসের গড়া ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ আরেকবারের মতো এগিয়ে নিল দলটি।
দলটির এমন জয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। সামাজিকমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় ভরে উঠেছে। অন্যদিকে, সমর্থন জুগিয়ে পাশে থাকার জন্য বিটিএসের পক্ষ থেকে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানানো হয়েছে।