সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে অনেক ঘটনাই শেয়ার করেন তারকারা। বলেন, ভালো লাগা-মন্দ লাগার কথা। ভক্তরাও প্রকাশ করেন প্রিয় তারকার প্রতি তাদের অনুভূতি।
অভিনয়শিল্পী শবনম ফারিয়াকে এরই ধারাবাহিকতায় দেখা গেল ফেসবুকে মজার এক ঘটনা শেয়ার করতে। এই পোস্টে ভক্তরাও মজার মজার কমেন্ট করেছেন। তিনিও দিয়েছেন উত্তর।
শবনম লিখেছেন, একটা ছেলে আমাকে বললো- ‘আপনি আমার ছোট বেলার ক্রাশ।’ আমি বললাম, ‘তাই? আপনার বয়স কতো?’ বলে, ‘৩৩!’
অভিনেত্রী লিখেছেন, ‘আমার চেয়ে বয়সে বড় একটা মানুষের ছোট বেলার ক্রাশ আমি কেমনে হই? বুঝতেছি না!’
লেখক ও ফেসবুকে জনপ্রিয় পোস্ট লেখা দেবজ্যোতি ভক্ত পোস্টের নিচে কমেন্টে লিখেছেন, ‘এটা হতে পারে। ছোটবেলায় উনি কল্পনা করতেন- একজনের জন্ম হবে আরও ৮-১০ বছর পর, তার ওপর আমি ক্রাশ খাবো! এভাবে আরকি…।’
মজা করেই উত্তর দেন শবনমও। লিখেছেন, ‘দাদা আমার বয়স আবার অতটাও কম না!’
২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। ২০১৮ সালে জয়া আহসানের সঙ্গে ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করেন ব্যাপক প্রশংসিত হন তিনি।