ঝড়বৃষ্টির আনন্দে গাছকে কখনও নাচতে দেখেছেন? নাচ মানে এলি তেলি নাচ নয়! এক্কেবারে মানুষের মতোই নাচ তার। যদি না দেখেন, আজ তাহলে তেমনই গাছেদের নাচের একটা ভিডিও দেখে নিন। গাছের নীচে দাঁড়ালেই আমাদের মনটা কীরকম যেন সরল হয়ে ওঠে, তাই না? গাছ আছে, তাই আপনি আছেন, তাকে ছেড়ে আসার সময় এই উপলব্ধিটা হয় না?
একবার এই পৃথিবীটাকে ‘গাছহীন’ কল্পনা করে দেখুন তো, মাথাটা ঘুরে যাবে! তারপরই আবার কল্পনা করুন, দমকা হাওয়ায় বা খুব ঝড়বৃষ্টির সময় আমাদের চারপাশের গাছগুলির দুলুনি স্বভাবটা। কীরকম যেন মায়াময় একটা কাল্পনিক জগত মনে হচ্ছে, তাই না? কিন্তু, কাল্পনিক কেন হতে যাবে। আপনার চারপাশেই এমনটা হয়।
প্রকৃতি তার শোভা মেলাতে পারে, তার ঝড় ঝাপ্টায় সব কিছুতেই দোলাতে পারে এই গাছেদের। আর গাছগাছালি আছে বলেই তো আমরা প্রকৃতির ভয়াল রূপ থেকে এতটা সুরক্ষিত থেকে যাই।
ঝড়ে আপনি বহু বার গাছকে দুলতে দেখেছেন, এক পায়ে দাঁড়াতে না পেরে তার প্রচণ্ড দুর্বিপাক অবস্থা দেখেছেন। কিন্তু, ঝড়বৃষ্টির আনন্দে গাছকে কখনও নাচতে দেখেছেন?
নাচ মানে এলি তেলি নাচ নয়! এক্কেবারে মানুষের মতোই নাচ তার। যদি না দেখেন, আজ তাহলে তেমনই গাছেদের নাচের একটা ভিডিও দেখে নিন।
টুইটারে @TheFigen_ নামক একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এ এক এমনই ভিডিও, যা আপনি আগে কখনও দেখেননি। হ্যাঁ, গ্যারান্টি দিচ্ছি সে বিষয়ে।
ভিডিওতে দেখা গেল, প্রবল বাতাসে গাছটি অদ্ভুত ভাবে দুলছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “আশ্চর্য এ প্রকৃতি! প্রবল বাতাসে গাছটিকে নাচতে দেখা যাচ্ছে।” প্রচণ্ড ভাইরাল হয়েছে সেই ভিডিও।
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত সেই ভিডিওর ভিউ 4.6 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। 10 হাজারেরও বেশি মানুষ এই ভিডিও রিটুইট করেছেন। এখন বুঝতেই পারছেন, কতটা সুন্দর হলেই তবে একটা ভিডিও এত বিপুল পরিমাণে মানুষ দেখেন।
Awesome nature!
The tree that seems to dance with the strong winds… pic.twitter.com/pv6gkZuOrn— The Figen (@TheFigen_) February 25, 2023