আর মাত্র দুই কোটি রুপিরও কম প্রয়োজন শাহরুখ খানের তবেই যে রেকর্ড করবেন জেনেনিন

ভারতীয় বাজারে শীর্ষ হিন্দি সিনেমার তকমা পেতে মাত্র দুদিন অপেক্ষা করতে হবে। এরপরই নতুন রেকর্ডে পৌঁছে যাবে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ভারতে আয় করেছে ৫০৯ কোটি ১৫ লাখ রুপি। শীর্ষ স্থান দখলে আর প্রয়োজন এক কোটি ৮৫ লাখ রুপি।

দক্ষিণী সিনেমা ‘বাহুবলি টু’র হিন্দি সংস্করণের মোট আয় ৫১১ কোটি রুপি। দেশি বাজারে এই অঙ্ক পার হওয়ার যোগ্যতা রয়েছে একমাত্র কিং খানের। এটি শুক্রবার নাগাদ প্রমাণ হয়ে যাবে বলে জানাচ্ছেন ভারতীয় সিনে বাজার বিশ্লেষকরা।

‘পাঠান’-এর পর মুক্তি পাওয়া দুই বলিউড সিনেমা ‘শেহজাদা’ ও ‘সেলফি’ প্রত্যাশার ধারে-কাছেও যেতে পারেনি। উল্টো পঞ্চম সপ্তাহে এসেও দীপিকা পাড়ুকোনের ‘বেশরম রং’ চমক দেখাচ্ছে।

সামনে বড় রিলিজ বলতে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের ‘তু ঝুটি ম্যায় মক্কর’। এ সিনেমা মুক্তি পেতে এখনো নয় দিন বাকি। সুতরাং, ‘পাঠান’-এর সামনে আপাতত নতুন কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

বর্তমানে সর্ব ভারতীয় সংস্করণে ৫৩০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে ‘পাঠান’। ধারণা করা হচ্ছে, এই অঙ্ক ৫৪০ কোটি রুপি পর্যন্ত থিতু হবে। এ ছাড়া সিনেমাটি বৈশ্বিক আয় এক হাজার ২৫ কোটি রুপির সঙ্গে আরো কিছু রুপি যোগ হবে।