রাঙ্গুনিয়ায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম কাজী মো. রিফাত (২৭)। তিসি উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া কাজী বাড়ি এলাকার কাজী নুরুর কবিরের ছেলে।

দুই মাস আগে তিনি ওয়ান ব্যাংক চন্দ্রঘোনা শাখায় সহকারী কর্মকর্তা হিসেবে যোগ দেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, দুর্ঘটনার খবরে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এটি শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে মামলা হচ্ছে।