গলায় মাংসের হাড় আটকে যুবকের মৃত্যু

মাদারীপুরের রাজৈরে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে গলায় মাংসের হাড় আটকে আবুল হোসেন মোল্লা (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়ার বৈরাগীবাজার এলাকার এক বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত আবুল হোসেন মোল্লা গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার তপারকান্দি গ্রামের আবদুল খালের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন মিয়ার মেয়ে প্রমি আক্তারের বিয়ের দাওয়াত খেতে আসেন গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার তপারকান্দি গ্রামের যুবক আবুল হোসেন মোল্লা (২৫)। খেতে বসে হঠাৎ তার গলায় মাংসের একটি বড় হাড় আটকে যায়। পরে তাকে স্বজনরা সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। সন্ধ্যার দিকে অনেক অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন আবুল হোসেন মোল্লাকে প্রথমে উপজেলার টেকেরহাটের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে। পরে সেখান থেকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন কর্বত্যরত চিকিৎসা ওই যুবককে মৃত্যু ঘোষণা করেন।

মৃত যুবককের বাবা আব্দুল খালেক মোল্লা বলেন, আমার ছেলে দাওয়াত খেতে গিয়ে তার গলায় হাড় আটকে গেলে তাকে বাড়িতে নিয়ে হাড় বের করার অনেক চেষ্টা করেও কোনো কাজ হয় নাই। পরে আমার ছেলেকে সন্ধ্যার দিকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে জানায়। তবে আমাদের কোনো অভিযোগ নেই।

এ ব্যাপারে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোয়েব হোসেন বলেন, ওই রোগীকে হাসপাতালে মৃত অবস্থায় পরিবারের লোকজন নিয়ে এসেছিল। আমরা তাকে জীবিত পাইনি। কি কারণে মারা গেছে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সেটা বলা যাবে না।

এ বিষয়ে রাজৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনার বিষয় শুনে হাসপাতালে ফোর্স পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবারের কোনো অভিযোগ নেই। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।