রবীন্দ্র ভাস্কর্যের খণ্ডিত অংশ পাওয়া গেল সোহরাওয়ার্দী উদ্যানে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের দ্বারা স্থাপিত রবীন্দ্রনাথের ভাস্কর্যের খণ্ডিত অংশ সোহরাওয়ার্দী উদ্যানে পাওয়া গেছে।

গত মঙ্গলবার চারুকলা অনুষদের কিছু শিক্ষার্থীদের দ্বারা রাজু ভাস্কর্যের পাশে ভাস্কর্যটি স্থাপন করা পর। পরবর্তীতে বৃহস্পতিবার সকাল থেকে ভাস্কর্যটি আর পাওয়া যাচ্ছিল না। বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিমালা বহির্ভূত উল্লেখ করে ভাস্কর্যটি সরিয়ে ফেলে। ভাস্কর্য স্থাপনের সাথে যুক্ত শিক্ষার্থীরা সেখানে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ’ এমন লেখা সম্বলিত ব্যানার টানিয়ে দেয়।

এ বিষয়ে ভাস্কর্য স্থাপনের সাথে যুক্ত ও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, বৃহস্পতিবার সকাল থেকে এটি আর নেই। প্রক্টর স্যার রাতের অন্ধকারে এটি সরিয়ে ফেলেছে।

রবীন্দ্রনাথের ভাস্কর্যটির খণ্ডিত অংশ এবং ভাঙা মাথা সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যায়। এরপরে সেখান থেকে মাথাটি উদ্ধার করা হয়েছে।