উর্বশীর সঙ্গে কী চলছে পাকিস্তান ক্রিকেটারের?

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে গুঞ্জন রয়েছে, পাকিস্তানের পেসার নাসিম শাহর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। প্রায় সময়ই নেট দুনিয়ায় আলোচনায় থাকেন উর্বশী ও নাসিম। যদিও নাসিম শাহ সাফ জানান, উর্বশীকে চেনেন না তিনি। তবে এরই মধ্যে এবার নতুন করে সেই ‘অচেনা’উর্বশীকেই ধন্যবাদ জানিয়েছেন পাক পেসার।

অভিনয় জগৎ নিয়ে যতটা না বেশি আলোচনায় থাকেন উর্বশী, তারও বেশি আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে। গেল বছরের এশিয়া কাপের সময় আলোচনায় এসেছিলেন উর্বশী ও নাসিম।
গ্রুপপর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন উর্বশী। ওই ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল পাক পেসার নাসিম শাহর। সেই ম্যাচের কয়েকটি মুহূর্ত নিয়েই একটি ভিডিও পোস্ট করেছিলেন উর্বশী।

ভিডিওটি এমনভাবে তৈরি করা হয় যে, দেখে মনে হয় একে অপরের দিকে তাকিয়ে হাসছেন উর্বশী ও নাসিম। এই ভিডিও নিজের স্টোরিতেও দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী। অনেকেই মনে করিয়ে দেন, উর্বশী বলেছিলেন— তিনি ক্রিকেট দেখতে পছন্দ করেন না, তা হলে কি নাসিমকে দেখার জন্যই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছিলেন উর্বশী?

সে ঘটনার পর এবার নতুন করে আলোচনায় এ দুই তারকা। শাদাব খানের বিয়ে উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নাসিম, যেখানে তিনি শাদাবকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানান। সেই পোস্টেই এবার কমেন্ট করে আলোচনায় উর্বশী।

নাসিম শাহর পোস্টে ভারতীয় এ অভিনেত্রী শাদাব খানকে নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং পাক পেসারকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে ডিএসপি র্যাংক পাওয়ায় নাসিম শাহকে অভিনন্দনও জানান উর্বশী। জনপ্রিয় এই অভিনেত্রীর এমন মন্তব্যের পর চুপ থাকেননি পাক পেসার। উর্বশীর কমেন্টের জবাবে তাকে ধন্যবাদও জানান নাসিম শাহ।