রাজধানীর শ্যামপুরে একটি টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
মঙ্গলবার বেলা ১১টা ২৪ মিনিটে পাকিজা টেক্সটাইল মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্যামপুরে পাকিজা টেক্সটাইল মিলের ৪ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট যায়। পরে আরো তিনটি ইউনিট যুক্ত হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় ও মিলের কর্মীরা সহায়তা করছেন। অনেককে বালতি ভরে পানি এনে আগুন নির্বাপণে সাহায্য করতে দেখা গেছে। ঘটনাস্থল ঘিরে উৎসুক জনতার ভীর রয়েছে।