গীতিকার বিশু শিকদার মারা গেছেন

নন্দিত গীতিকার বিশু শিকদার আর নেই। শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৫টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। নিজের ফেসবুক আইডি থেকে বিশু শিকদারের গীতিকারের একটি ছবিসহ মৃত্যুর সংবাদটি দিয়েছেন তিনি।

জেমস জানান, এদিন বিকাল ৫টার দিকে নড়াইলের লোহাগড়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন বিশু শিকদার। হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

বিশু শিকদার মূলত জেমসের জন্যই গান লিখতেন। জেমস ও বিশু যৌথভাবেও অনেক গান রচনা করেছেন। জেমসের প্রকাশিত সর্বশেষ গান ‘আই লাভ ইউ’ যৌথভাবে লিখেছেন বিশু।

‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকে এই জুটির গীতিকবিতার সূত্রপাত হয়। এরপর জেমসের সব কয়টি অ্যালবামের বেশিরভাগ গানই বিশু শিকদারের লেখা।

বিশু শিকদারের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে-‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ প্রভৃতি ।