ধামরাইয়ে অনুষ্ঠানে খাবার কম পড়ায় চেয়ার ভাঙচুর

ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদের এক অনুষ্ঠানে খাবার বিতরণের সময় কম পড়ে যাওয়ায় চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খাবার না পেয়ে উত্তেজিত জনতা অনুষ্ঠানের প্যান্ডেলের সব চেয়ার ভাঙচুর করে চেয়ারম্যানবিরোধী স্লোগান দিতে থাকে।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ইউপি চেয়ারম্যানসহ সব গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করলে বিক্ষুব্ধ লোকজনও ঘটনাস্থল থেকে চলে যান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী সিরাজউদ্দিন সিরাজ বলেন, বিভিন্ন সমস্যা ও দলীয় মতানৈক্যের কারণে চৌহাট ইউনিয়ন কমপ্লেক্সে কোনো দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়নি।

ফলে এ স্থানটি মাদক সেবনকারীসহ অপরাধী চক্রের দখলে ছিল। কারণ ইউপি চেয়ারম্যান মো. রফিকুল হাছান মোকছেদের শাসনামল থেকে শুরু করে তার স্ত্রী পারভীন হাছান প্রীতির দুই মেয়াদেও পরিষদ ভবনের তালা খোলা হয়নি একটিবারের জন্যও।

তাই ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এ পরিষদ ভবন সচল করার উদ্যোগ নেন।

তিনি বলেন, সরকার এত টাকা খরচ করে এ ইউনিয়ন কমপ্লেক্স তৈরি করেছেন, আর তা বছরের পর বছর এভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে পারে না। তাই তার প্রচেষ্টায় ও হস্তক্ষেপে সমস্যার সমাধান করে রোববার এ ইউনিয়ন কমপ্লেক্সে কার্যক্রম শুরু করা হয়।