রাজধানীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত জামায়াত নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
অোজ শনিবার দুপুরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে এ কথা জানান তিনি। গতকাল শুক্রবার রাজধানীর মৌচাক-মালিবাগ এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলায় তারা আহত হন।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের ১১ সদস্য আহত হয়েছেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত জামায়াত নেতাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল রাত থেকেই অভিযান চলছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।’