মাহিকে নিয়ে যা বললেন ডা. মুরাদ

বিএনপির সংসদ সদস্যের পদত্যাগের ফলে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসনে উপনির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ইতোমধ্যে তার এমপি প্রার্থী হওয়ার খবরে আলোচনা তৈরি হয়েছে। এবার এ বিষয়ে কথা বলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। এর আগে মাহি ইস্যুতে ফোনালাপ ফাঁসে প্রতিমন্ত্রী ও দলীয় পদ হারাতে হয়েছে তার।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে ডা. মুরাদ হাসান বলেন, ‘মাহিয়া মাহি আওয়ামী লীগের এমপি হলে আমার কোনো মাথাব্যথা নেই। এটি সম্পূর্ণ দলীয় বিষয়।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সভানেত্রী, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক; তারা যা ভালো মনে করবেন সেই সিদ্ধান্তই নেবেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড আছে, তারাও সিদ্ধান্ত নেবেন কে এমপি হবে, কে মনোনয়ন পাবে।’

গত বছরের শেষ দিকে মাহিয়া মাহিকে নিয়ে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে মন্ত্রিত্ব হারান ডা. মুরাদ হাসান। বিষয়টি নিয়ে সে সময় বেশ জলঘোলা হয়েছে। বর্তমানে নিজের নির্বাচনি এলাকা জামালপুরে অবস্থান করছেন সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী।

ভাইরাল সেই অডিও ক্লিপটি প্রসঙ্গে ডা. মুরাদ হাসান এমপি বলেন, ‘আমার সঙ্গে কী হয়েছিল, তা সারা দেশের মানুষ জানে। এ বিষয়ে নতুন করে কিছু বলতে চাই না। রাজনীতি করলে শত্রুতা থাকবেই। কে কীভাবে ষড়যন্ত্র করেছে, এটা বলতে পারবো না। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’

আগামী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।