যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় উবার চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আল আরাফা বাসের ধাক্কায় মো. সজল সেলিম (৩০) নামের এক উবার চালক নিহত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মনির হোসেন ঢাকা পোস্টকে জানান, আমার ভাই উবারে রাইড শেয়ার করতেন। আজ সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে যাওয়া মাত্রই আল আরাফা পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের বাড়ি ঢাকার দোহারের বান্দুরা এলাকায়। সে দুই ছেলের জনক ছিলেন। তিন ভাই তিন বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে ‌।