রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় আলী নূর পরিবহনের একটি বাসের সঙ্গে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি রাস্তায় উল্টে গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
ডিএমপির খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম ঢাকা পোস্টকে বলেন, আজ বেলা সাড়ে ১২টার দিকে প্রগতি সরণি-কুড়িল ফ্লাইওভারের বনানীগামী অংশের ঢালে আলী নূর পরিবহনের একটি বাসের সঙ্গে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভিক্টর পরিবহনের বাসটি ঘটনাস্থলে উল্টে যায়।
তিনি বলেন, পরে আমরা ঘটনাস্থলে এসে শুধুমাত্র ভিক্টর পরিবহনের বাসটিকে রাস্তায় পড়ে থাকতে দেখি। কিন্তু ঘটনাস্থলে বাসের কোনো স্টাফকে পাওয়া যায়নি। পরে ট্রাফিক পুলিশের সহায়তায় বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। এছাড়া ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলেছি, কোনো হতাহতের খবর আমরা পাইনি। এছাড়া বাসটির কোনো যাত্রীকেও ঘটনাস্থলে দেখা যায়নি। আমরা ঘটনাস্থলে আসার আগেই আলী নূর পরিবহনের বাসটি নিয়ে চালক ও সহকারী পালিয়ে যায়।