টাঙ্গাইলে বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

টাঙ্গাইলে বিএনপির ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।
কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- সদর থানা বিএনপির যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম ওরফে ঘটু, সদস্য আশরাফ আলী, বাঘিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জহিরুল ইসলাম ওরফে ইরান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ ৯ জন।

আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, টাঙ্গাইল সদর থানায় গ্রেফতার বিএনপির ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠান বিচারক রূপন কুমার দাস। একই সঙ্গে আগামী ২৮ ডিসেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয়। এছাড়া দেলদুয়ার থানায় গ্রেফতার মারুফ সরোয়ারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সজীব চৌধুরী। তার রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার ধার্য করা হয়।