বছরজুড়ে উষ্ণতা ছড়িয়েছেন জাহ্নবী

সবাই তাকে শ্রীদেবী কন্যা হিসেবেই চেনে। অবিরাম প্রাণান্তকর প্রচেষ্টা নিজের আলাদা পরিচয় গড়ার। নিত্যনতুন চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভাকে ঝালিয়ে নিচ্ছেন। পাশাপাশি সামাজিকমাধ্যমে নিজের উষ্ণ-আবেদনময়ী ছবি দিয়ে বছরজুড়ে মাতিয়ে রাখেন তার ভক্ত-দর্শকদের।

জাহ্নবীকে এত সাহসী স্টাইলে আগে কেউ দেখেনি।