ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দক্ষিণীর নায়িকা সামান্থা রুথ প্রভু। বেশ কিছু দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, আয়ুষ্মান খুরানার নায়িকা হয়ে বলিউডে অভিষেক হবে তার। কিন্তু মাঝপথে সব ভেস্তে গেল সব। লম্বা বিরতিতে যাচ্ছেন এই অভিনেত্রী।
জানা গেছে, মায়োসাইটিস নামে যে রোগে এতদিন ভুগছিলেন এই অভিনেত্রী, সেটির যন্ত্রণা আবার শুরু হয়েছে। ফলে আপাতত বলিউডের কাজের প্রস্তাব ছাড়তে হচ্ছে। এছাড়া অসহ্য যন্ত্রণায় শারীরিক পরিস্থিতি ঠিক না থাকায় ‘খুশি’ ছবির কাজও শেষ করতে পারছেন না।
মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফ্যামিলি ম্যান ২’-এর সাফল্যের পর বলিউড থেকে অনেক ছবি ও সিরিজের প্রস্তাব পেয়েছিলেন সামান্থা। প্রায় সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন। তবে আয়ুষ্মান খুরানার নায়িকা হয়ে বলিউডে তার আত্মপ্রকাশের খবর সম্প্রতি চাওড় হয়। সেভাবে নাকি নিজেকে প্রস্তুতও করছিলেন অভিনেত্রী। কিন্তু মাঝপথে সব ভেস্তে গেছে। লম্বা বিরতিতে যাওয়ায় বলিউডে কাজের প্রস্তাব ছাড়তে হয়েছে সামান্থাকে।
সূত্রের বরাতে খবরে বলা হয়, দক্ষিণী এই নায়িকা বেশ কিছু দিন ধরে ‘মায়োসাইটিসে’ ভুগছেন। এ রোগ তাকে স্বস্তি দিচ্ছে না, কুরে কুরে খাচ্ছে। ফলে হিন্দি ছবিতে সামান্থাকে দেখার জন্য ভক্তরা মুখিয়ে থাকলেও তার শরীর সঙ্গ দিচ্ছে না।
এছাড়া বেশ কয়েকটি হিন্দি ছবির জন্য সম্মতি জানিয়েও স্বাক্ষরও করেছিলেন। লম্বা বিরতিতে যাওয়ায় ছাড়তে হচ্ছে এসব হিন্দি ছবির প্রস্তাব। ফলে কবে আবার অভিনয়ে ফিরবেন তা এখনো তা এখনো অজানা।
মায়োসাইটিস হলো অটোইমিউন রোগ। সোজা ভাষায় বলতে গেলে মায়োসাইটিস হলো পেশির প্রদাহ। অটোইমিউন মায়োসাইটিসে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত দেহের সুস্থ সবল পেশিকেই আক্রমণ করে। ফলে এই বিরল সমস্যায় পেশি দুর্বল হয়ে যায়।
এ রোগের চিকিৎসা করাতে ‘যশোদা’ ছবির মুক্তির আগেই চিকিৎসার জন্য সামান্থাকে ছুটে যেতে হয় আমেরিকায়। দিন কয়েক থেকে ফিরে আসেন দেশে। কিছু দিন ভাল থাকার পর যন্ত্রণা নিয়ে তাকে ভর্তি হতে হয় বেঙ্গালুরুর হাসপাতালে।
এরপর বলিউডে কাজ শুরুর সম্ভাবনা গুঞ্জন শোনা গেলেও তা আর হচ্ছে না। আপাতত কাজ নয়, বিরতি নিয়ে স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইছেন সামান্থা। এবার চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়া পাড়ি দিতে পারেন এই অভিনেত্রী।