ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা বাসস্ট্যান্ডের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় বাসটি।
নিহতরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার মধুডাঙ্গা গ্রামের বাছের মোল্লার মেয়ে আকলিমা (৩৫) ও একই গ্রামের আমির মোল্লার মেয়ে সুরাইয়া (৩০)। নিহত অপরজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার। তিনি বলেন, সকালে প্রতিক সিরামিক কারখানার বাসটি শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। বাসটি ধামরাইয়ের খাগুরতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। মুমূর্ষু অবস্থায় আরও দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে এখন পর্যন্ত তার নাম ঠিকানা পাওয়া যায়নি। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।