মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২ ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঢাকা পোস্টকে বলেন, রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের তিন তলায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কেউ হতাহত হয়েছেন এমন খবর পাওয়া যায়নি।