ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে রাফিন নামে ৫ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর মাদরাসার ছাদের ওপর এ দুর্ঘটনা ঘটে।
১০ বছর বয়সী রাফিন দেবিরচর বাজার এলাকার মো. রোমানের ছেলে এবং দেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, সকালে রাফিন দেবিরচর দাখিল মাদরাসার ছাদে খেলতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে মুখ ও হাত ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় রাফিন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এবং ওসি মো. মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।