বগুড়ার আদমদীঘিতে হোটেলে বিরিয়ানির সঙ্গে ঝোল চাওয়ায় গরম তেলে যুবককে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে।
রোববার বিকেলে উপজেলার সান্তাহার এশিয়া হোটেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মিঠুন বাঁশফোর। ২৩ বছর বয়সী মিঠুন রাজশাহী হরিজন পল্লির মদন বাঁশফোরের ছেলে।
জানা গেছে, শনিবার আদমদীঘির মাঝিপাড়ার পিন্টু বাঁশফোরের বাড়িতে বেড়াতে আসেন মিঠুন। রোববার বিকেলে সান্তাহার এশিয়া হোটেলে বিরিয়ানি খেতে যান পিন্টু-মিঠুনসহ আরো কয়েকজন। বিরিয়ানি নেয়ার পর মাংসের ঝোল চান তারা। এ নিয়ে কর্মচারীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিঠুনকে ধাক্কা দেন হোটেল কর্মচারী। এতে গরম কড়াইয়ের ফুটন্ত তেলের ওপর পড়ে যান মিঠুন। এতে তার ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত ঝলসে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান চিকিৎসকরা।
পিন্টু বলেন, হোটেলে খাবার নেয়ার পর ঝোল চাওয়ায় কর্মচারীরা লাঠি ও শাবল দিয়ে আমাদের মারধর করেন। একপর্যায়ে গরম কড়াইয়ের ফুটন্ত তেলে মিঠুনকে ধাক্কা দিয়ে ফেলে দেন তারা। এ ঘটনার বিচার চেয়ে সান্তাহার এশিয়া হোটেলের সামনে বিক্ষোভ করেন হরিজন সম্প্রদায়ের লোকজন।
হোটেল মালিকপক্ষের সজিব জানান, কথা কাটাকাটির একপর্যায়ে নিজেই ফুটন্ত তেলের কড়াইয়ে পড়ে যান মিঠুন। কেউ তাকে ফেলে দেননি।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।