ভারতীয় টিভি অভিনেতা দেব যোশী ছুটি কাটাতে যাচ্ছেন মহাকাশে। শুনতে বিস্ময় লাগলেও এমনটাই হতে যাচ্ছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সেই তথ্য থেকে জানা যায়, ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের পক্ষ থেকে নানা দেশের শিল্পীদের মহাকাশে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু মহাকাশে নিয়ে যাওয়াই নয়, চাঁদের ২০০ কিলোমিটারের মধ্যে থাকবেন তারা। এরপর পৃথিবীতে ফিরে আসবেন। সেই ট্যুরে জায়গা পেয়েছেন ভারতীয় এই অভিনেতা।
জানা গেছে, জাপানের ধনকুবের ইউসাকু মায়েজাওয়া ‘ডিয়ার মুন’ নামের এই প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন। এ বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন তিনি।
সেখান থেকে জানা যায়, এ যাত্রায় ৮ জন সদস্য মহাকাশে যাবেন। যেখানে ২২ বছর বয়সী দেব যোশীও থাকছেন। এই টিম ২০২৩ সালে মহাকাশে যাবে।
এ প্রসঙ্গে দেব যোশী বলেন, ‘এই মহাকাশযাত্রা জীবনটাই হয়তো বদলে দেবে। এই ট্যুর থেকে অনেক কিছু শিখতে চাই।’
উল্লেখ্য, দেব যোশী থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। পরবর্তীতে বিজ্ঞাপনে কাজ করেন। ২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে ‘লাকি’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে টিভিতে অভিষেক ঘটে তার। এরপর থেকে নিয়মিত টিভি সিরিয়াল করছেন।