একসময় ‘রঙ্গিলা, ‘সত্য’, ‘সরকার’, ‘কোম্পানি’র মতো হিট ছবি বানিয়েছেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পরিচিত নাম তিনি। আবার নিজের ক্যারিয়ারে বেশকিছু ফ্লপ ছবির কারণেও খবরে শিরোনামে উঠে এসেছেন রামগোপাল ভার্মা। আলোচনা হয়েছে তার বেশকিছু বিতর্কিত মন্তব্যের কারণেও। সে তো না হয় হলো, কিন্তু এ কী করলেন রামগোপাল ভার্মা! ‘বিগ বস’ প্রতিযোগী ও অভিনেত্রী আশু রেড্ডির পায়ের কাছে বসে তার পা নিয়ে পরিচালক যা করলেন তা দেখে হতবাক নেটপাড়া।
দু’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় রাম গোপাল ভার্মা একটি টিজার ছবি পোস্ট করেছেন যেখানে অভিনেত্রী আশু রেড্ডির পায়ের কাছে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। অভিনেত্রীর পা নিজের কোলে তুলে নিয়ে তাতে চুম্বন করতে দেখা যাচ্ছে পরিচালককে। ক্যাপশনে লিখেছিলেন, ‘দ্য ডেঞ্জারাস মি উইথ ডাবল ডেঞ্জারাস আশু রেড্ডি।’ পুরো ভিডিও দেখতে রাত ৯.৩০-এ চোখ রাখুন। টিজার ভিডিও পোস্ট করে আশু রেড্ডি লিখেছিলেন, একজন পুরুষ মানুষের উপাসনা অগণিত, অন্তহীন এবং বিপজ্জনক।’ আরও বেশকিছু ছবিও পোস্ট করেছেন আশু রেড্ডি
বুধবার (৭ ডিসেম্বর) ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামনে এসেছে গোটা ভিডিওটি। যেটি কিনা আদতে একটি সাক্ষাৎকার। ‘ডেঞ্জারাস’ ছবির জন্য পরিচালক রামগোপাল ভার্মার সাক্ষাৎকার নিচ্ছিলেন অভিনেত্রী আশু রেড্ডি। আর গোটা সাক্ষাৎকারটি রামগোপাল ভার্মা আশুর পায়ের কাছে বসেই দিয়েছেন। যেখানে তার অনুমতিতে অভিনেত্রীর পা কোলে তুলে নিয়েছেন পরিচালক। কখনও তার পা থেকে জুতা খুলে তাতে চুমু খেয়েছেন, কখনও বা আরও নানান কিছু কার্যকলাপ করতে দেখা গিয়েছে পরিচালককে। ভিডিওটি সামনে আসতে এটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলেছে নেটপাড়া।