ভারতের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ। সিনেমা বা অভিনয় থেকে বেশি তিনি খবরে থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য। চরম অশ্লীলতার জন্য বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করে ফের আলোচনায় আসলেন উর্ফি জাবেদ। তার এমন মন্তব্যে হতবাক নেটিজেনরাও।
বুধবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে- বিগ বস ওটিটিতে নজর কাড়া উর্ফিকে এখন দেখা যাচ্ছে একটি রিয়্যালিটি শো-তে। সেখানে এক বড় কাচের বয়ামে উর্ফির জন্য প্রশ্ন রাখা হয়। পছন্দ মতো প্রশ্ন বাছাই করে উত্তর দিচ্ছিলেন।
একপর্যায়ে তাকে জিজ্ঞাসা করা হয়, ‘যদি কেউ তোমার সঙ্গে সম্পর্কে থাকার পরও প্রতারণা করেন, তারপরও কি তুমি থেকে যাবে তার সঙ্গে?’
উর্ফি এক মুহূর্ত দেরি না করেই বলে ফেলেন- ‘আমার সঙ্গে যে প্রতারণা করবে, তার যৌনাঙ্গ কুচি কুচি করে কেটে ফেলব।’
তার এমন মন্তব্যে অনেকেই হতভম্ব হয়ে যান। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানাজানি হওয়ার পর তার সমালোচনা করেন নেটিজেনরা। তবে সমালোচকদের সমালোচনার জবাব এখনো দেননি উর্ফি।