ব্যাটারি থেকে যেভাবে মাইক্রোবাসে ভয়াবহ আগুন

রাজধানীর আগারগাঁওয়ে একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার নাজমা আক্তার।

তিনি জানান, আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিসের সামনের সড়কে একটি যানবাহনের অগ্নিকাণ্ডের সংবাদে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে গেছে। তারা আগুন নেভানোর কাজ করছে।

তবে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানো হয়েছে। তবে গাড়ির ব্যাটারির গোলযোগ থেকে এ আগুনের ঘটনা ঘটেছে।

নাজমা আক্তার আরো বলেন, গাড়িতে দুজন ছিলেন। তারা আগুন লাগার সঙ্গে সঙ্গেই নিরাপদে বের হয়ে গেছেন। কোনো হতাহতের সংবাদ এ পর্যন্ত পাওয়া যায়নি।