ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া গ্রামে শ্মশাণে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে সুধীর পাল নামে এক ব্যক্তি মারা যায়। তার লাশ নিয়ে আসার পর দেখা যায় শ্মশাণের রাস্তা বন্ধ। পরে লাশ নিয়ে অপেক্ষা করছিলেন আত্মীয়রা।
সকাল ১০টায়ও লোকজন লাশ নিয়ে অপেক্ষা করছিলেন।
খবর পেয়ে উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
মোগড়ার বাসিন্দা রতন পাল জানান, ওনার কাকা মারা গেলে সকাল সাড়ে আটটার দিকে লাশ নিয়ে কালীতলা শ্মশাণে যান। এ সময় দেখতে পান শ্মশাণে যাওয়ার রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। রাস্তা বন্ধ করে রাখায় আরো ২৫টি পরিবার সমস্যায় আছেন।
তিনি আরো জানান, রাস্তা নিয়ে আগে থেকে সমস্যা করছিলো আলমগীর নামে এক ব্যক্তি। তিনি শ্মশাণে যাওয়ার রাস্তায় বেড়া দিয়ে দেন। উপজেলা প্রশাসন, পুলিশ, ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে তিনি বেড়া সরিয়ে নেন। পরে স্থানীয় সালিসে রাস্তাটি শ্মশাণে যাওয়ার প্রমাণিত হলে আলমগীর এতে সায় দেন। সালিসের রায় অমান্য করে আলমগীর আবার বেড়া দিয়ে দেন।
শিউলী আক্তার নামে এক নারী জানান, ‘সকাল থেকে এরা লাশ নিয়ে বসে আছে। রাস্তা বন্ধ থাকায় আমাদের মতো ২৫টি পরিবার বন্দি অবস্থায় আছে। ’
মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন জানান, ‘আমি সালিসের রায় দিয়েছি। ওরা রায় মানেনি। লাশ নিয়ে বসে থাকার কথা আমাকে জানানো হয়েছে। ’