গরুর ফসল খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮

টাঙ্গাইলের ভূঞাপুরে গরু ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের কোনাবাড়ি চর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শাহআলম প্রামানিকের জমিতে প্রতিপক্ষ মিয়া বাড়ির জোয়াহের গরু দিয়ে ক্ষেতের ফসল খাওয়াচ্ছিল। এতে শাহআলম বাধা দিতে গেলে তার ওপর হামলা করে মিয়া বাড়ির লোকজন।

পরে শাহআলমকে উদ্ধার করতে এলে মিয়া বাড়ির জোয়াহের, গোলাম, শমশের, শামীম গফুর ও আনা মিয়া এবং তার লোকজন জমির মালিক শাহআলম ও তার স্বজন বেলাল, রাজ্জাক, হায়দার প্রামানিক, আনোয়ার সরকার, শাহাদত, রায়হান, জিয়ার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে তারা গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহত শাহআলম, বেলাল, রাজ্জাক, হায়দার প্রামানিক, আনোয়ার সরকার ও শাহাদতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. জুলফিকার জানান, সংঘর্ষের ঘটনায় আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এখনও কেউ অভিযোগ দেয়নি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।