মীর সাব্বিরকে ‘ঢোঁড়া সাপ’ থেকে সাবধান থাকতে বললেন ওমর সানী

কয়েক দিন ধরেই নেট মাধ্যমে ভাইরাল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের একটি ভিডিও। যেখানে উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’।

গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্সের মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে মজা করেই কথাগুলো বলেছেন মীর সাব্বির। কিন্তু বিষয়টি সে সময় মঞ্চে উপভোগ করলেও পরবর্তীতে এ নিয়ে ক্ষিপ্ত হন পায়েল। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন তিনি। এই ঘটনায় মীর সাব্বিরকে ক্ষমাও চাইতে বলেন। পরে বিষয়টি নিয়ে নিজের বক্তব্যও স্পষ্ট করেন মীর সাব্বির।

এ ঘটনায় অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়সহ আরও অনেকে মীর সাব্বিবের পাশে দাঁড়ান। উপস্থাপিকা ইসরাত পায়েল ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটি ছড়িয়েছেন বলেও মত দেন তিনি।

এবার এই ইস্যুতে মীর সাব্বিবের পক্ষ নিলেন ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।

রবিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘মীর সাব্বির আমার দেশি ছোট ভাই, তোমার কোন দোষ না। ভাইরালের শিকার তুমি।’

এরপর এই অভিনেতা আরও যোগ করেন, ‘ধোরা (ঢোঁড়া) সাপ থেকে সাবধান হই।’