সপ্তাহের ব্যবধানে চালের বস্তা প্রতি দাম দেখুন কোন চাল কত

সরু চালের বাজার খুব একটা পরিবর্তন না হলেও বেড়েছে মাঝারি চালের দাম। গত এক সপ্তাহে বস্তা প্রতি (৫০ কেজি) ১৫০-২০০ টাকা পর্যন্ত বেড়েছে। সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, মোটা চালের (স্বর্ণা) দাম কেজি প্রতি ৫০-৫৩ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪৮-৫২ টাকা। এক সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে ১০০ টাকা। অপরদিকে বিআর ২৮ জাতের চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৭-৬০ টাকা। যা সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে ২০০-৩০০ টাকা।

সরু চালের বাজার মূল্য স্থিতিশীল রয়েছে। মিনিকেট চালের দাম ৭২-৭৮ টাকা, নাজিরশাইল বিক্রি হচ্ছে ৮২-৯০ টাকা, বাশমতির দাম ৮৮-৮৯ টাকায়, পোলাও চাল বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকা।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় চালের বাজারে তার বিরূপ প্রভাব পড়েছে। বাজারে ক্রেতা কমে গেছে এবং সরু চালের দাম তুলনামূলক বেশি থাকায় ক্রেতারা ঝুঁকছেন মাঝারি আর মোটা চালের দিকে।

এদিকে মোটা বা মাঝারি চালের দাম বেড়ে যাওয়ায় সল্প আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়ছেন।

রিপন মিয়া নামের এক ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, আগে যে আয়ে তিনি সংসার চালাতেন, সেই আয়ে এখন হিমশিম খাচ্ছেন। পরিবারের চাহিদা মেটাতে পারছেন না। আয় বাড়ার কোনো উপায় না থাকায় আধপেটা থাকতে হচ্ছে তাদের।