সানিয়ার জন্মদিনে শোয়েবের ‘মিষ্টি শুভেচ্ছা’

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার ৩৬তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে সানিয়াকে মিষ্টি শুভেচ্ছাবার্তা দিলেন তাঁর স্বামী শোয়েব মালিক। সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে স্ত্রী সানিয়াকে শোয়েবের শুভেচ্ছাবার্তা ভক্ত-অনুরাগীদের মনে নতুন করে কৌতূহল জাগাচ্ছে। তাহলে কি এই জুটির বিচ্ছেদ গুঞ্জন শুধুই গুজব ছিল?

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শোয়েব মালিক স্ত্রী সানিয়ার উদ্দেশ্যে একটি পোস্ট করেছেন।

যেখানে এই সাবেক ক্রিকেটার লিখেছেন, ‘তোমাকে জন্মদিনের শুভেচ্ছা সানিয়া। তোমার স্বাস্থ্যকর এবং সুখী জীবন কামনা করছি! এই বিশেষ দিনটিকে উপভোগ করো। ’
যদিও সানিয়া মির্জা এখন পর্যন্ত শোয়েবের শুভেচ্ছাবার্তায় কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে বিচ্ছেদ গুজবের মধ্যেই নিজেদের নতুন শো আনার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ক্রীড়া দম্পতি সানিয়া মির্জা ও শোয়েব মালিক। শোয়ের নাম ‘দ্য মির্জা মালিক শো’। এটি শীঘ্রই পাকিস্তানি স্ট্রিমিং পরিষেবা উর্দুফ্লিক্সে প্রিমিয়ার হবে।

সম্প্রতি তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে অনলাইন বেশ সরগরম। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছিল যে সানিয়া-শোয়েব বিবাহবিচ্ছেদ করেছেন। ভক্ত-অনুরাগীদের পাল্টাপাল্টি স্ট্যাটাসে অনলাইনে এখন সানিয়া-শোয়েব বিচ্ছেদ সর্বাধিক আলোচনার বিষয়। পাকিস্তানি মডেল আয়েশা ওমরের সঙ্গে শোয়েব মালিকের সম্পর্ক ছিল, এমন অভিযোগই এই দম্পতির বিচ্ছেদের মূল কারণ বলেও উল্লেখ করা হচ্ছে অনেক প্রতিবেদনে।

২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতের অন্যতম সেরা টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।