ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের গাজীপুরের পূবাইলের বাড়ি ‘জান্নাত’-এ ডাকাতির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দিবাগত রাতে এই ডাকাতি হয়েছে বলে জানা গেছে। তবে পুরো ঘটনা এখনো জানা যায়নি। কীভাবে তারা বাড়িতে প্রবেশ করে,কারা এর সঙ্গে জড়িত। ডাকাতির ঘটনার সময় শাকিব খান তার ঢাকার গুলশানের বাসায় অবস্থান করছিলেন।
‘জান্নাত’ নামের ওই বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েক বছর ধরে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওয়ের শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।
পূবাইল থানার ডিউটি অফিসার এসআই আবুল হোসেন এ বলেন,‘শাকিব খানের ম্যানেজারের অভিযোগ পাওয়া মাত্র পূবাইল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থা করছে।শাকিব খানের বাড়ির ম্যানেজার সম্রাটের কাছ থেকে কিছু নগদ টাকা’সহ জেনাটারের মালামাল লুট করেছে ডাকাতরা।এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।