শোনা যাচ্ছে, পর্দার মতো বাস্তবেও মিম ও রাজের রসায়ন বেশ জমে উঠেছে। ‘দামাল’ সিনেমার প্রচারে এ জুটির হাত ধরাধরি করে ক্যামেরায় বন্দি হওয়া মুহূর্ত এরইমধ্যে ভাইরাল হয়েছে। যেটি প্রকাশ করেছিলেন রাজের স্ত্রী পরীমনি স্বয়ং। ক্ষোভও ঝেড়েছিলেন।
সেই জলই অনেক দূর গড়িয়ে গেছে বলে শোনা যাচ্ছে। সেটাই নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিলেন পরীমনি। এর আগেও এই নায়িকা রাজ-মিমের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নিজের মনের অবস্থার কথা প্রকাশ করেছিলেন।
অর্থাৎ, রাজ-মিম ইদানিং একটু বেশিই মেলামেশা করছেন বলে মনে করছেন পরীমনি। আর নিজের সিনেমার স্বার্থে তাদের পুরোপুরি সহযোগিতা করছেন পরিচালক রায়হান রাফি। সে কারণেই পরীমনি তাকে ‘দালাল’ তকমা দিয়েছেন বলে মত নেটিজেনদের।
গত বছরের সেপ্টেম্বরে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরীমনি। সম্প্রতি তারা পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন। ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যকে নিয়ে সুখের ভেলায় ভাসছিলেন তারকা দম্পতি। তৃতীয় পক্ষের আগমনে সেই সুখের সংসারে যেন ভিন্ন বাতাস বইছে।