‘আগুন’ শেষ করছেন শাকিব

প্রায় দুই বছর আগে নবাগতা জাহরা মিতুকে নিয়ে আগুন ছবিতে জুটি হয়েছিলেন শাকিব খান। কিন্তু ছবিটির শেষ পর্যায়ে এসে নানা কারণে থমকে যায় বদিউল আলম খোকন পরিচালক ছবিটির শুটিং।

দুই বছর পর সেই মিতুকে নিয়েই এবার ছবিটির শেষ পর্যায়ের শুটিংয়ে অংশ নিলেন শাকিব খান। জানা গেছে শনিবার সকাল থেকে গাজীপুরের একটি রিসোর্টে সিনেমাটির শুটে অংশ নিয়েছেন শাকিব। সঙ্গে আছেন মিতুও।

যদিও শুটিংয়ের বিষেয়ে পরিচালক কিছুই জানাতে চাইলেন না। তবে বিশেষ সূত্র জানায় টানা ছয় দিন চলবে আগুনের শুটিং। এরপরই সম্পাদনের টেবিলে যাবে ছবিটি। নতুন বছরের শুরুর দিকে ছবিটি মুক্তির দিনক্ষণ ঠিক করা হবে।

২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। এরপর সিনেমাটির প্রযোজক ক্যাসিনো-কাণ্ডে গ্রেফতার হলে অনিশ্চিত হয়ে পড়ে সিনেমাটির ভবিষ্যৎ। অবশেষে সকল জটিলতার পাঠ চুকিয়ে শুটিংয়ে মাঠে ফিলল আগুন।

সিনেমাটিতে শাকিব-মিতু ছাড়া আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।