আসছে ‘কারাগার পার্ট ২’, জানা গেল মুক্তির তারিখ

ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এসেছে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘বোধ’। এ সিরিজের মাধ্যমেই প্রকাশ করা হয়েছে কারাগার পার্ট ২ মুক্তির তারিখ।
বোধ সিরিজের শেষ পর্বের শেষ দৃশ্য দেখেও যারা অপেক্ষা করবেন তারা পর্দায় ভেসে উঠতে দেখবেন কারাগার মুক্তির তারিখটি।

ডিসেম্বরের ১৫ তারিখে মুক্তি পেতে যাচ্ছে কারাগার পার্ট ২। হইচই বিষয়টি নিশ্চত করেছে রহস্য গল্পের মতো করে। যেন একটি ঘটনা খুঁজতে গিয়ে অন্য ঘটনা বের হয়ে আসা।

তুমুল আলোচিত সিরিজটির দ্বিতীয় ও শেষ পর্ব ডিসেম্বরে আসবে, এ খবর আগেই জানিয়েছিল হইচই। এবার জানা গেল মুক্তির তারিখ।

সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত কারাগার-এ অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।