কলকাতায় পরীমনির দুই সিনেমা

কলকাতায় ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত হবে পরীমনি অভিনীত দুই সিনেমা ‘বিশ্বসুন্দরী’ ও ‘গুনিন’।
আজ (মঙ্গলবার) দুপুরে দেখানো হবে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ এবং দুপুর সাড়ে ৩টায় দেখানো হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’।

এ ব্যপারে পরীমনি বলেন- এটা নিশ্চয় আমার জন্য ভালোলাগার সংবাদ। একটি চলচ্চিত্র উৎসবে আমার অভিনীত দুই সিনেমা দেখানো হবে। আশা করি কলকাতার দর্শকেরা সিনেমাগুলো পছন্দ করবেন।

২৯ অক্টোবর থেকে শুরু হওয়া কলকাতায় ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ আগামীকাল ২ নভেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় চলচ্চিত্র উৎসবটি চলছে।

নন্দন-১, ২ ও ৩ হলে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। হলগুলো দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে।