ভারতীয় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই বছরের ডিসেম্বরে। তার বিয়ের তারিখ নিশ্চিত হয়ে গেছে বলে জানা গেছে বেশ কিছু প্রতিবেদনে। অভিনেত্রীর বিয়ের সংবাদ প্রকাশের পর থেকেই ভক্তরা কৌতুহলী হয়ে উঠেছে। সময় যত ঘনিয়ে আসছে, সবাই জানতে আগ্রহী, কে সেই ভাগ্যবান মানুষ যার সাথে হানসিকা গাটছড়া বাঁধতে চলেছেন।
হানসিকার বিয়ের সর্বশেষ গুঞ্জন এই যে, অভিনেত্রী এ বছরের ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের উৎসব চলবে ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।
জানা গেছে, ৪ ডিসেম্বর সন্ধ্যায় এই জুটি বিয়ের আসনে বসবেন এবং সাত পাঁকে বাধা পড়বেন। একই দিন সকালে হলদি অনুষ্ঠান হবে। এর আগের দিন অর্থাৎ ৩ ডিসেম্বর মেহেদি ও সঙ্গীত অনুষ্ঠানের জন্য বুক করা হয়েছে এবং ২ ডিসেম্বর আয়োজিত হবে সুফি রাত।
তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা যাকে ঘিরে, তিনি হচ্ছেন হানসিকার হবু বর। ভক্ত অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন এই অজানা মানুষটি। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। তবে কড়া গুঞ্জন রয়েছে যে অভিনেত্রী তাঁর প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গেই গাটছড়া বাঁধতে চলেছেন। সোহেল কাঠুরিয়া মুম্বাইয়ের একজন ব্যবসায়ী। কথিত আছে, দুজনে আগে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং একটি ফার্মের যৌথ অংশীদারও ছিলেন। তাদের বন্ধুত্ব থেকেই প্রণয়ের শুরু হয় এবং পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন করা হচ্ছে।
হানসিকা তার অভিনয় জীবন শুরু করেছিলেন একজন শিশু শিল্পী হিসেবে। টিভি সিরিয়াল ‘শাকা লাকা বুম বুম’, ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’ এবং ‘সান পারী’ তার উল্লেখযোগ্য টিভি নাটক। এরপর তিনি হৃতিক রোশন অভিনীত ‘কোই মিল গ্যায়া’তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকটি সিনেমা করেছিলেন, তবে সেভাবে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি। তবে তেলুগু এবং তামিল ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত একজন মুখ। বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।