আল্লু অর্জুনে ফার্স্টলুক প্রকাশ্যে

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটির দ্বিতীয় পার্টের শুটিং শুরু হয়েছে আগস্টে। তবে এতদিন শুটিংয়ে অংশ নেননি আল্লু অর্জুন। রবিবার (৩০ অক্টোবর) থেকে অভিনেতা এই ছবির শুটিং শুরু করেছেন। ছবির সিনেমাটোগ্রাফার শুটিং-এর একটি ছবি শেয়ার করেছেন যেখানে তার সঙ্গে আল্লুকে দেখা যাচ্ছে। অভিনেতার ফার্স্টলুক দেখে সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে বহুগুণে।

সামাজিক মাধ্যমে শেয়ার করা পোস্টে সিনেমাটোগ্রাফার কুবা ব্রোজেক লিখেছেন, ‘অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। ধন্যবাদ আইকন স্টার।’

শেয়ার করা ছবিটিতে আল্লু অর্জুনকে দেখা গেছে সাদা রঙের টি-শার্টে। মুখ ভরা দাড়ি। ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে গেছে।

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা।অ্য

গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া বাজিমাত করা ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। বক্স অফিস তো বটেই, ছবিটি বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে। তখন থেকেই দর্শক দিন গুনছে এর সিক্যুয়েলের!