চুল কাটাতে গিয়ে ফিরলেন ২২ বছর পর

প্রায় ২২ বছর আগের কথা। ১০০ টাকা নিয়ে চুল কাটাতে সেলুনের উদ্দেশে বের হন সাদেক বিশ্বাস। কিন্তু আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেলেনি তার সন্ধান। অবশেষে দেড় যুগ পর বাড়ি ফিরলেও পাননি মা-বাবাকে। তবে সাদেককে পেয়ে খুশি স্বজনরা।
৫৪ বছর বয়সী সাদেকের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোর্দ্দ ধোপাদী গ্রামে। তার বাবার নাম মহর আলী বিশ্বাস।

স্বজনরা জানান, ২২ বছর আগে মায়ের কাছ থেকে ১০০ টাকা নিয়ে পার্শ্ববর্তী চৌগাছা বাজারে চুল কাটাতে বের হন সাদেক। মানসিক ভারসাম্যহীন থাকায় তিনি আর বাড়ি ফেরেননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন।

সম্প্রতি এক সংবাদকর্মীর মাধ্যমে সাদেকের খোঁজ পান স্বজনরা। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আছেন বলে জানতে পারেন তারা। শুক্রবার সকালে সাদেককে ফিরে পেতে মোরেলগঞ্জে রওনা দেন পরিবারের সদস্যরা। এরপর তাদের কাছে সাদেককে হস্তান্তর করেন মোরেলগঞ্জ থানার ওসি। ২২ বছর আগে হারিয়ে গেলেও পরিবারের সবাইকে চিনতে পেরেছেন সাদেক।

সাদেকের ভাই দাউদ হোসেন বলেন, ২২ বছর পর হারানো ভাইকে পেয়ে আমরা খুবই খুশি। এখন তার চিকিৎসা করানো হবে। সাদেকের জন্য আমরা অনেক কষ্ট করেছি। বাবা-মা মৃত্যুর আগেও সাদেকের কথা বলতেন। কিন্তু সাদেককে দেখে যেতে পারেননি তারা।