সিদ্ধান্ত জানালে বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করবেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে পাত্তা দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, পদত্যাগের ব্যাপারটা তাদের (বিএনপি) দলের সিদ্ধান্ত। মির্জা ফখরুলকে পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, তাদের সাতজন সংসদ সদস্য পদত্যাগ করলে কি সংসদ অচল হয়ে যাবে?
রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আগামী ২৪ ডিসেম্বর দলটির ২২তম জাতীয় সম্মেলনের প্রস্তুতির বিষয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সিদ্ধান্ত জানালে সংসদ সদস্যদরা পদত্যাগ করবেন—বিএনপির এমন ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, হুমকির কী আছে? তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তারা কয়জন? সাতজন। পদত্যাগের ব্যাপারটা তাদের দলের সিদ্ধান্তের বিষয়। এটা আমাদের বিষয় নয়।
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি—দলটির এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখনো নির্বাচনের এক বছর বাকি। অনেক সময়। এর মধ্যে কত কিছু ঘটে যাবে। নাটকের পর নাটক। বিএনপি তো রঙ্গের নাটক। গতবারও আসবে না, আসবে না। পানি ঘোলা করে শেষ পর্যন্ত ঠিকই এসেছে। পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় সেটা দেখুন। পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতির জল গড়িয়ে যাবে অনেক দূর। জল যাবে মিশে বঙ্গোপসাগরে। কাজেই অপেক্ষা করুন। সময়ে অনেক কিছু বদলায়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ওয়াসিকা আয়েশা খান, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেন, সেলিম মাহমুদ, সায়েম খান প্রমুখ।