মিমি ও নুসরাতদের দিন শেষ, বাজার কাঁপালেন মধুমিতা!

দীপাবলিতে নিজের নিজের সাজ দেখাতে ব্যস্ত তারকারা। সারা বছর পাশ্চাত্য পোশাকের দিকে বেশি ঝোঁক থাকলেও এইদিনটা সকলেরই পছন্দ দেশি সাজ পোশাক বা নিদেনপক্ষে ফিউশন। কিন্তু এবারে দিওয়ালি ফ্যাশনের দিক দিয়ে টলিউডের তাবড় অভিনেত্রীদের ছাপিয়ে গেলেন মধুমিতা সরকার। নীল পরী সেজে একাই নেটপাড়া কাঁপালেন ‘পাখি’।

ছোটপর্দা থেকেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সেটা আরো বেড়েছে বড়পর্দায় পা রাখার পর। টলিউডের যেকোনো প্রথম সারির তারকাকে নিজের ফ্যানবেস দিয়ে টেক্কা দিতে পারেন মধুমিতা। বিশেষ করে সম্প্রতি কিছুদিন হল সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেই সংবাদ শিরোনামে উঠেছে আসেন মধুমিতা।

নীল রূপোলি লেহেঙ্গায় সেজে দিওয়ালি ফটোশুট করেছেন অভিনেত্রী। সঙ্গে মানানসই গয়না এবং মেকআপ। কখনো হাতে থালা ভর্তি প্রদীপ নিয়ে, কখনো আবার নানান পোজে ক্যামেরাবন্দি হয়েছেন মধুমিতা। চোখ ফেরানো দায় হয়ে পড়েছে অভিনেত্রীর দিক থেকে। অনেকের মতে, টলিউডের অন্যান্য অভিনেত্রীরাও গোল খেয়ে যাবেন মধুমিতার কাছে।

সোশ‍্যাল মিডিয়ায় এমনিতে খুবই সক্রিয় থাকেন মধুমিতা। তাঁর খ‍্যাতি পৌঁছে গিয়েছে সুদূর বলিউডেও। ছোটপর্দায় কেরিয়ার শুরু করার পর এখন বড়পর্দা আর ওয়েব সিরিজেই জাঁকিয়ে বসেছেন মধুমিতা। অনুগামীর সংখ‍্যাও বাড়ছে তড়তড়িয়ে। তাঁর প্রতিটি পোস্টের দিকে তীক্ষ্ণ নজর থাকে অনুরাগীদের। বাবার সঙ্গে মেকআপ নিয়ে খেলা, মায়ের কাছে ধরা পড়তেই মেয়ের কাণ্ড

মধুমিতাকে শেষ দেখা গিয়েছে ‘কুলের আচার’ ছবিতে। বিপরীতে ছিলেন বিক্রম চট্টোপাধ‍্যায়কে। বক্স অফিসে বেশ ভাল ব‍্যবসা করেছিল ছবিটি। আগামীতে দক্ষিণী ছবিতে ডেবিউ করতে দেখা যাবে মধুমিতাকে।