জায়েদ খানের ছবি আঁকা বালিশে ঘুমায় শান্তিনগরের এক মেয়ে!

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে বিরূপ মন্তব্য করে ট্রলে মাতেন সিনেপ্রেমীদের কেউ কেউ। এসব মন্তব্যের মধ্যে অন্যতম হলো— জায়েদ খানই একমাত্র নায়ক যার কোনো ভক্ত নেই।

যদিও এ মন্তব্যকে তার বিরুদ্ধে বিষোদগার বলেই দাবি ‘অন্তর জ্বালা’খ্যাত এই চিত্রনায়কের।

নায়ক হিসেবে জায়েদ খানের নারী ভক্ত আছে? তার প্রতি কেমন আগ্রহ তাদের? সম্প্রতি এ ধরনের প্রশ্ন করা হয় জায়েদকে।

জবাবে জায়েদ খান বলেন, ঢাকার শান্তিনগরের এক মেয়েভক্ত আছেন তার। সেই মেয়ে তার এমনই পাড়ভক্ত যে, তার ছবি আঁকা বালিশে ঘুমায় ওই মেয়ে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন জায়েদ খান। সেখানেই এই গোপন কথা প্রকাশ করলেন তিনি।

এ চিত্রনায়ক বলেন, ‘একটা মেয়ে আছে শান্তিনগরে। নাম বলব না।সে আমার ছবি দিয়ে অ্যাম্বুশ করে বালিশের কাভার বানিয়ে তার ওপর প্রতিদিন ঘুমায়। আমার ভালো লাগে। একটা মেয়েকে বলেছিলাম আমার জন্য কী করতে পারো? সে হাত কেটে টিস্যুর ওপর জায়েদ খান লিখে ইনবক্সে পাঠিয়েছে। ’

এমন পাগলাটে নারী ভক্ত নাকি আরও অনেক আছে তার।

একটি ঘটনার বর্ণনা দেন জায়েদ।

এ নায়ক বলেন, ‘এক মেয়ে আমাকে ফোন করে বলে, আপনি যদি আমার সঙ্গে কথা না বলেন, তাহলে আমি কিন্তু পাবনা চলে যাব। সে আমার সঙ্গে প্রেম করতে চায়- এমনও না। শুধু কথা বললেই হবে। আমি একটু ফাজলামো করেছিলাম, এতে সে সত্যিই পাবনার হেমায়েতপুর চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে দাঁড়িয়ে আছে। আমাকে বলেছে, আপনি বললে ভর্তি হয়ে যাব। আমি বলেছি, গো ব্যাক ইয়োর হোম। পরে তার মায়ের সঙ্গেও কথা বলেছি। ’