কুমিল্লায় এক গৃহবধূকে গাছের সঙ্গে দুই হাত বেঁধে নির্যাতনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে। গতকাল বুধবার (২৬ অক্টেবর) বিকেলে জেলার দেবিদ্বারের ধামতী ইউনিয়নের কোরেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সারাদিন ছবিটি ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ছবিটি দেখে ওই গৃহবধূকে উদ্ধার করে তার শাশুড়িকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।
ওসি বলেন, শাশুড়ি ও ননদ ওই গৃহবধূকে বাড়ির পাশে খাল থেকে বাঁশ তুলতে বলেছিল। সেটা না করায় তাকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটানো হয়। কে বা কাহারা ছবিটি ফেসবুকে পোস্ট করায় বিষয়টি সবার নজরে আসে। পরে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর শাশুড়িকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।